ঐতিহ্যবাহী ৩০০ বছরের পুরনো শুঁটকি মেলা!
একে একে চলে গেল ৩০০টি বছর। তবুও থেমে নেই ঐতিহ্যবাহী শুঁটকি মেলা। প্রতিবছরের বৈশাখে বসা এ মেলায় শুঁটকির পরসা সাজিয়ে বসে দূর-দুরান্ত থেকে আগত দোকানিরা। মেলার শুরু দিকে পণ্য বিনিময়ের মাধ্যমে শুঁটকি মিললেও বর্তমানে টাকা দিয়েও কেনা যায় এ পণ্য। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা গ্রামে হওয়া ঐতিহ্যবাহী কুলিনকুন্ডা শুঁটকি মেলার।