চাকরি হারানো পুলিশ সদস্যের ১৬ তারকার বিরুদ্ধে মামলা
বিগত ২০২২ সালের আলোচিত সেই ‘টিপকাণ্ড’-এর জেরে তেজগাঁও কলেজের সহযোগী অধ্যাপক ড. লতা সমাদ্দার, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মলয় মালা এবং শোবিজ অঙ্গনের ১৬ জন তারকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে মামলাটি দায়ের করেন টিপকাণ্ডে চাকরি হারানো পুলিশ কনস্টেবল নাজমুল তারেক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলানগর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।