স্টেগনোগ্রাফি ফাঁদ হোয়াটসঅ্যাপে, হতে পারেন সর্বস্বান্ত
আপনি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখলেন সুন্দরী এক মেয়ের ছবি পাঠিয়েছে কেউ। সঙ্গে লেখা আছে- এনাকে চেনেন? কৌতুহলীবশত: আপনি ছবিটিতে ক্লিক করলেন। ব্যাস, এতটুকুতেই যা সর্বনাশ হবার তা হয়ে যাবে।আপনার মনে হতে পারে, একটি ছবি নামালাম তাতে আর কি! কিন্তু এরই মাঝেই লুকিয়ে থাকতে পারে গোপন কোড, যা আপনার সর্বস্ব হারানোর জন্য যথেষ্ট।