‘মেডিকেলে মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হলে কঠোর সিদ্ধান্ত নেবে সরকার’: স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক
দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধ হোক—সরকার তা চায় না বলে জানান স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো কলেজ মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে সরকার। গতকাল শনিবার (১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।