সৃজিত মুখার্জি হাসপাতালে ভর্তি
টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।
জানা গেছে, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন।
এরপর দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রাতেই কিছু পরীক্ষা করানো হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) টেস্টের রিপোর্ট আসার কথা। তারপরই সেই বুঝে পরবর্তী চিকিৎসা শুরু হবে। রিপোর্ট স্বাভাবিক এলে, ছেড়ে দেওয়াও হতে পারে।