‘অবৈধ অভিবাসীদের’ ধরপাকড় ঘিরে সহিংসতা লস অ্যাঞ্জেলেসে
লস অ্যাঞ্জেলেসে ‘অবৈধ অভিবাসীদের’ ধরপাকড় ঘিরে টানা দ্বিতীয় দিনের মতো চলছে উত্তাল বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরটিতে ন্যাশনাল গার্ডের দুই হাজার সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন।
গতকাল রোববার (০৮ জুন) বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসির অনলাইন প্রতিবেদন বলছে, নথিপত্রবিহীন অভিবাসীদের ধরতে গত শুক্রবার থেকে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এর প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ শুরু হলে তা রূপ নেয় সংঘর্ষে।