আর্কাইভ
লগইন
হোম
বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ আগে দেশে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ আগে দেশে কখনো ছিল না: প্রধান উপদেষ্টা
দ্য নিউজ ডেস্ক
April 09, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ইলিশ যেন সোনার চেয়েও দামি !
ইলিশ যেন সোনার চেয়েও দামি !
10 ঘন্টা আগে
পহেলা বৈশাখের পূর্বেই যেন সোনার চেয়েও দামি হয়ে উঠেছে বরিশালের বাজারের ইলিশের দাম। গত কয়েকদিন ধরে মণপ্রতি লাখ টাকা নিচে নামেনি বড় সাইজের ইলিশের দাম। আর ছোট সাইজের মাছের দামও পূর্বে থেকে মণপ্রতি ৮-১০ হাজার টাকা বেড়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে কম আমদানি হওয়ায় মাছের দাম বেড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। এর কারণে সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে ইলিশ মাছ। গত বৃহস্পতিবার থেকে শনিবার (১২ এপ্রিল) বরিশাল নগরের পোর্ট রোড বাজারে গিয়ে দেখা যায়, খুব সামান্য পরিমাণ ইলিশ বাজারে উঠেছে। এর মধ্যে বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসেছিল ৫০ মণের মতো। তবে শুক্রবার (১১ এপ্রিল) একটু বেড়েছে। এদিন ইলিশ মোকাম পোর্ট রোডে ৪০০ মণের মতো মাছ বেচা-বিক্রি হয়েছে।