আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশে ভূমিকম্প অনুভূত
বাংলাদেশে ভূমিকম্প অনুভূত
দ্য নিউজ ডেস্ক
March 28, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
কাল শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদী
কাল শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদী
6 ঘন্টা আগে
শুক্রবার (০৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চিত করেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল বৈঠক হবে’। তিনি জানান, ব্যাংককে আজ বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়।
চলন্ত ট্রেনে আগুন: গাজীপুরে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
চলন্ত ট্রেনে আগুন: গাজীপুরে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
12 ঘন্টা আগে
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেড়টা দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। একপর্যায়ে বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের জেনারেটরের বগিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ট্রেনটি থামানো হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের আগুন নিভায়। এসময় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটির সরিয়ে নেওয়া হলে দুপুর দেড়টার দিকেঐরুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।
২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেস সচিব শফিকুল আলম
২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেস সচিব শফিকুল আলম
13 ঘন্টা আগে
২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘বর্তমান সরকার এখন অনেক গোছানো। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিল, সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। পুরো রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত।’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় সঙ্গে তার স্ত্রী সাবিনা জাহান লুনাও উপস্থিত ছিলেন। তিনি পেশায় একজন শিক্ষক। এ সময় দুজনই তাদের ঈদের পরিকল্পনা জানান। পরিবারের সবার সঙ্গে ঈদের দিন সময় কাটানোই মূল পরিকল্পনা থাকে বলে জানান প্রেস সচিব।