আর্কাইভ
লগইন
হোম
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় আটক ৩ জন
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যায় আটক ৩ জন
দ্য নিউজ ডেস্ক
April 21, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আমেরিকায় বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাস হতে বের না হওয়ার পরামর্শ
আমেরিকায় বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাস হতে বের না হওয়ার পরামর্শ
9 ঘন্টা আগে
কোনো কারণ ছাড়াই যুক্তরাষ্ট্রের গত ৩ মাসে ৫ হাজার বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা (এফ-১) বাতিল করায় সতর্ক অবস্থানে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এই জের ধরে বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে নিষেধ করছে। এমনকি গ্রীষ্মকালীন (সামার ভ্যাকেশন) ছুটিতে যেন ছাত্রছাত্রীরা দেশে না যান, সে ব্যাপারে পরামর্শ দিচ্ছেন তারা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পরই অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনে । এরপর থেকে অবৈধ অভিবাসীদের ধরে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে তারা। এমনকি কোনো কারণ ছাড়াই বিদেশি শিক্ষার্থীদের গ্রেফতার করে দেশে পাঠিয়ে দিচ্ছে। হার্ভার্ডসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অভিবাসন প্রশ্নে হোমল্যান্ড সিকিউরিটির বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে আইনি আশ্রয় নিয়েছে। গণহারে স্টুডেন্ট ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ১০ লাখ বিদেশি ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে রয়েছে ভারতের সাড়ে ৩ লাখ ও  চীনের প্রায় ৩ লাখ। বাংলাদেশের রয়েছেন ২৫ হাজার শিক্ষার্থী। উদ্বেগ উৎকন্ঠার মধ্যে তারা দিন কাটাচ্ছেন। বিদেশি শিক্ষার্থীরা খণ্ডকালীন চাকরি বা কাজেও যাচ্ছে না। অধিকাংশ শিক্ষার্থী এখন হোস্টেল ও ক্যাম্পাসের বাইরে যাচ্ছেন না। যার অনেকটাই প্রভাব পড়েছে নিউইয়র্ক সিটির ক্লাব ও বারগুলোর ওপর।
কুয়েট আন্দোলন: সারাদেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের
কুয়েট আন্দোলন: সারাদেশে ক্লাস বর্জনের ডাক শিক্ষার্থীদের
14 ঘন্টা আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টায় ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এ সময় বুয়েট, জবি, চুয়েট, কুয়েট, ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মুসাদ্দিক বলেন, আগামিকাল বুধবার আমরা কোনো ক্লাস করব না। দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন করুন। সব ক্যাম্পাসে কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রতি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় এক দফা দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।