বর্ষায় ঘুরে আসুন দেশের হাওড়গুলো থেকে
আমাদের এই বাংলাদেশ ষড়ঋতুর দেশ। একেক ঋতুতে তার সৌন্দর্যে যোগ হয় একেক রং। শীতে যেমন ঘন সবুজ আর হলুদ, বর্ষায় তেমনি রুপালি। গ্রীষ্ম আর শীতে ফসলের সমারোহ দেখে বোঝার উপায় নেই, বর্ষায় ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে তীরে। প্রকৃতিপ্রেমীরা বর্ষা ঋতুকে ভালোবাসেন। বৃষ্টির কারণে চারদিকে সবুজের সমারোহ, মেঘে ঢাকা আকাশ এবং বাতাসের সতেজতা যে কাউকে পাগল করে তোলার জন্য যথেষ্ট। এ বর্ষায় আপনিও ঘুরে আসতে পারেন উল্লেখিত যে কোনো হাওড়ে। অনুভব করতে পারবেন বর্ষার রূপ।