২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করলো ইরান
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। গতকাল শনিবার (০৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানিয়েছে, এই অভিযুক্তদের কাউকেই ক্ষমা করা হবে না।
তাদের এমন বিচার করা হবে, যা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
এর পূর্বে গত বুধবার (০৬ আগস্ট) রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীকে ইরান ফাঁসিতে ঝুলিয়েছে। অভিযোগ ছিল-তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলের হাতে তুলে দিয়েছিলেন। ঐ বিজ্ঞানী গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।