আর্কাইভ
লগইন
হোম
২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করলো ইরান
২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করলো ইরান
দ্য নিউজ ডেস্ক
August 10, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আবু তাহের বাংলাদেশ প্রতিদিন সম্পাদক হলেন
আবু তাহের বাংলাদেশ প্রতিদিন সম্পাদক হলেন
1 ঘন্টা আগে
আবু তাহের দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক থেকে সম্পাদক পদে উন্নীত হয়েছেন। পত্রিকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি গত শনিবার (০৯ আগস্ট) তাঁকে পদোন্নতি দেয়। বিগত ১৯৭৩ সালে সাংবাদিকতা পেশায় আসা আবু তাহের একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। নিয়মনীতি ও পেশাদারত্বে একনিষ্ঠার জন্য তাঁর খ্যাতি। সম্পাদক হওয়ার আগে তিনি দৈনিক সংবাদ, খবর, আওয়াজ, প্রভাত, দেশবাংলা, ডেসটিনি, যুগান্তর ইত্যাদি পত্রিকায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি বাংলাদেশ প্রতিদিনে যুগ্ম সম্পাদক নিযুক্ত হন। ইংরেজি থেকে নির্ভার বাংলায় অনুবাদে দক্ষ এই সিনিয়র সাংবাদিক সাময়িকী ‘সূর্যোদয়’-এ জগৎ সংসারের অনাচার-অসংগতির ওপর টানা ৯ বছর ব্যক্তিগত নিবন্ধ ‘বালিশ কথন’ লিখে সাড়া ফেলেন। দেশবাংলায় লিখতেন ‘দেখিয়া শুনিয়া’। প্রকাশিত বই ৪টি।
ইসরাইলি হামলায় গাজায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত
ইসরাইলি হামলায় গাজায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত
2 ঘন্টা আগে
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে হওয়া ইসরাইলি হামলায় তারা প্রাণ হারান। আজ সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, গাজা সিটিতে আল-শিফা হাসপাতালের কাছে ইসরাইলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরার তথ্য অনুযায়ী, নিহতরা হচ্ছেন- প্রতিবেদক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরাইকেহ এবং ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ছিলেন। সেটিকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালায়।
মোজাম্মেল বাবুকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো
মোজাম্মেল বাবুকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখানো হলো
19 ঘন্টা আগে
একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে বনানী থানার চাঁদাবাজির মামলায় নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আজ রোববার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। সকালে মোজাম্মেল বাবুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপ-পরিদর্শক রাজিউল আমিন গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।