আর্কাইভ
লগইন
হোম
পহেলগাঁও নিয়ে ‘প্রোপাগান্ডা যুদ্ধ’ চলছে: শত্রুঘ্ন সিনহা
পহেলগাঁও নিয়ে ‘প্রোপাগান্ডা যুদ্ধ’ চলছে: শত্রুঘ্ন সিনহা
দ্য নিউজ ডেস্ক
April 26, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বিয়ে না করার কারণ বললেন অভিনেতা মারজুক রাসেল
বিয়ে না করার কারণ বললেন অভিনেতা মারজুক রাসেল
20 ঘন্টা আগে
গান, কবিতা, অভিনয়- সব জায়গাতেই যার পদচারণা তিনি হলেন মারজুক রাসেল। ৫২ বছর বয়সেও ‘কেন তিনি এখনো বিয়ে করেননি?’ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নিজেই। মারজুক জানান, আসলে কারও সঙ্গে তার টিউন মেলেনি, তাই বিয়ের বন্ধনে জড়ানো হয়নি। ১৯৯৬ সালে একবার চেষ্টা করেছিলেন দাম্পত্য জীবনে জড়াতে, কিন্তু ম্যাচ না হওয়ায় সেটা ভেস্তে যায়। তার কথায়, ম্যাচ না করলে জোর করে ম্যাচ করাইয়া সারাজীবন ক্যাচক্যাচ-ঘ্যাচঘ্যাচ কইরা যাওয়ায় আমি আগ্রহী নই। নারীসঙ্গ প্রসঙ্গে তিনি বলেন, জীবনে নারীসঙ্গী অটো থাকে, এটা ন্যাচারাল। যেমন একটা গাছকে আপনি জিজ্ঞেস করতে পারেন না, তার নারীসঙ্গী বা পুরুষসঙ্গী কে। নারী ছাড়া আমি জন্মাইতেও পারব না, পুরুষও না।
তিন বছর পর আবার জুটি হলেন তাহসান ও মিম
তিন বছর পর আবার জুটি হলেন তাহসান ও মিম
20 ঘন্টা আগে
তাহসান খান গানের জগতের মানুষ। নিজেকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য তার। তবে অভিনয়টা শুরু করেছিলেন ভালো লাগা থেকে। সেই অভিনয়টা যে নিয়মিত হয়ে যাবে, তা ভাবেননি। অন্যদিকে লাক্স তারকা হয়ে ‘দারুচিনির দ্বীপ’ সিনেমা দিয়ে বিদ্যা সিনহা মিমের যাত্রা শুরু। ‘পরাণ’ সিনেমায় সাফল্যের পর তার চলচ্চিত্রের অবস্থানটা পেয়েছে নতুন মাত্রা। এই দুই তারকা ৩ বছর আগে একসঙ্গে ৩টি নাটকে জুটি হয়েছিলেন। নাটক ৩টি হলো- ‘আদার হাফ’, ‘অবশেষে’ ও ‘মরিবার হলো তার সাধ’। এরপর আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের। এই সময়ে দুইজনের জীবনে এসেছে নানা পরিবর্তন।
পাসপোর্ট ছাড়াও ভারতে বাংলাদেশিদের থাকা নিয়ে নতুন নিয়ম চালু
পাসপোর্ট ছাড়াও ভারতে বাংলাদেশিদের থাকা নিয়ে নতুন নিয়ম চালু
22 ঘন্টা আগে
বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়ন এড়াতে ভারতে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা পাসপোর্ট বা অন্য কোনো ভ্রমণ নথি ছাড়াই সেখানে থাকতে পারবেন। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করা ব্যক্তিরাও এই সুবিধা ভোগ করতে পারবেন। গত সোমবার (০১ সেপ্টেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত আদেশ জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কোনো ব্যক্তি—হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান—যারা ধর্মীয় নিপীড়ন বা নিপীড়নের আশঙ্কায় ভারতে আশ্রয় নিয়েছেন এবং ৩১ ডিসেম্বর ২০২৪-এর আগে প্রবেশ করেছেন, তারা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে থাকতে পারবেন। বৈধ পাসপোর্ট বা নথি নিয়ে যারা এসেছিলেন কিন্তু যার মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও এ নিয়মের বাইরে থাকবেন।’
যে কারণে গণেশপূজা করেন সালমান খান ও তার পরিবার
যে কারণে গণেশপূজা করেন সালমান খান ও তার পরিবার
1 দিন আগে
বলিউড ভাইজান অভিনেতা সালমান খানের বাড়ির গণেশপূজার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীরা দেখে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু প্রায় ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন- ভিনধর্মের হয়েও কেন গণেশপূজা করেন অভিনেতা সালমান? এবার সেই প্রশ্নে যে কথা বললেন সালমানের বাবা চিত্রনাট্যকার-অভিনেতা সেলিম খান। জানালেন খান পরিবারে গণেশচতুর্থী পালনের আসল কারণ। সালমানের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতেই রয়েছে একটি গণেশমূর্তি। গত ১৫ বছর ধরে সেই মূর্তি রয়েছে তাদের বাড়িতে। হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন সেলিম খান। বিয়ের পর সুশীলার নাম হয় সালমা খান। তারপরেই কি গণেশপূজার চল তাদের বাড়িতে? সেলিম খান বলেন, তার বিয়ের অনেক আগে থেকেই গণেশপূজা করেন তারা।