আর্কাইভ
লগইন
হোম
পাকিস্তান
বাফুফের সিদ্ধান্তে ফুটবল ক্লাবগুলোর আপত্তি
দেশের ঘরোয়া ফুটবলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ফুটবলাররা স্থানীয় (বাংলাদেশি) ফুটবলার হিসাবে বিবেচিত হবেন। গত ২৯ মে বাফুফে পেশাদার লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ক্লাবগুলোকে ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল ও মালদ্বীপের ৫ জন ফুটবলারকে নিবন্ধন করার ব্যাপারে নির্দেশনা দেয়। কতজন খেলতে পারবেন সেটির স্পষ্ট উল্লেখ না থাকায় ৫ জনেরই খেলার সুযোগ থাকছে।
2025-06-24
পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানিয়ে বন্ধুত্বের বার্তা দিলেন
পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানিয়ে বন্ধুত্বের বার্তা দিলেন
2025-06-01
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ উপলক্ষ্যে লাহোরে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন ২ দেশের ক্রিকেটাররা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, যিনি দুই দেশের অতীত সম্পর্কের প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা দিয়েছেন। পাঞ্জাবের গভর্নর সরদার সালিম হায়দার লাহোরের গভর্নর হাউসে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি এবং দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। বাংলাদেশ ক্রিকেট দলকে সামনে রেখেই প্রেসিডেন্ট জারদারি বলেন, “ক্রিকেট শুধু খেলা নয়—এটি দুই জাতির মধ্যে সম্পর্ক গড়ার একটি সেতুবন্ধন।”