আর্কাইভ
লগইন
হোম
হত্যা
নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা
নরসিংদী জেলার সদর উপজেলায় রিজভী (৩৫) নামে এক ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৩০ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত রিজভী রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে ছিলেন রিজভী। ঐসময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে। পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা।
4 ঘন্টা আগে
পারভেজ হত্যার প্রধান আসামির ৫ দিনের রিমান্ড
পারভেজ হত্যার প্রধান আসামির ৫ দিনের রিমান্ড
2025-04-26
বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামের ৫ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার ৫ দিনের রিমান্ড মন্জুর করেন। এরপূর্বে গত ২৩ এপ্রিল (বুধবার) গাইবান্ধা থেকে মেহেরাজকে গ্রেফতার করা হয়।