এ পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬৭৪৮ জন হাজি
পবিত্র হজপালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৫৬,৭৪৮ জন বাংলাদেশি হাজি। আজ শনিবার (২৮ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫,০০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১,৭৪১ জন। হজযাত্রী পরিবহনে ৩টি বিমান সংস্থা কাজ করেছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফেরত এনেছে ২৪,৯৭২ জন, সৌদি এয়ারলাইন্স ২৩,০০০ এবং ফ্লাইনাস ৮,৭৭৬ জন হাজিকে। এপর্যন্ত ১৪৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে; এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালিয়েছে ৬৬, সৌদি এয়ারলাইন্স ৬০ এবং ফ্লাইনাস ২৩টি ফ্লাইট।