আর্কাইভ
লগইন
হোম
সালমান খান
বুলেট প্রুফ গাড়ি কিনলেন সালমান খান
নিজ বাড়িতে অজ্ঞাত পরিচয়ের আচমকা আগমন, বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার হুমকির কারণে নিরাপত্তায় আরও জোর দিচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। কারণ তার প্রাণনাশের আশঙ্কা ক্রমশ বেড়েই চলেছে। তাই ৩ কোটি ৪০ লাখ টাকা দিয়ে বুলেট প্রুফ একটি গাড়ি কিনলেন বলিউড ভাইজান। নিরাপত্তার স্বার্থেই এমন বিলাসবহুল গাড়ি কিনেছেন বলেই শোনা যাচ্ছে। এ ছাড়া একাধিক বুলেট প্রুফ গাড়ি রয়েছে তার।
3 দিন আগে
হঠাৎ হাজির সালমান ও শাহরুখ, আমিরের বাড়িতে
হঠাৎ হাজির সালমান ও শাহরুখ, আমিরের বাড়িতে
2025-03-13
আমির খানের ৬০তম জন্মদিনের আগেই, তার বাড়িতে হাজির বলিউডের অন্য দুই বেস্ট ফ্রেন্ড শাহরুখ ও সালমান খান। তবে কি কোনো সিনেমায় এক হতে চলেছেন তারা? যদিও এমন কোনো তথ্য এখনও জানা যায়নি।  তবে জানা গেছে, জন্মদিন উদযাপন করতেই হাজির হয়েছেন দুই খান সাহেব। আর সেই জন্মদিনের পার্টির একটি ভিডিও প্রকাশ হয়েছে যা সাড়া ফেলে দিয়েছে ভক্তদের মাঝে। ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। একফ্রেমে সালমান খান ও আমির খান। সালমানকে দেখা গেল, সাদা শার্টে। আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট। বন্ধুকে গাড়ি পর্যন্ত ছাড়তে আসেন আমির। এরপরে দেখা যায় শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারেও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান।