আর্কাইভ
লগইন
হোম
শিক্ষার্থী
ইবি শিক্ষককে অপসারণ, যৌন হয়রানির অভিযোগে
শিক্ষকের কথার অবাধ্য হলে মার্কস কম দেওয়া, অশ্লীল গালিগালাজ, যৌন হয়রানি ও ছাত্রদের সমকামিতায় বাধ্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষককে চাকরি থেকে অপসারণ করেছে কর্তৃপক্ষ। হাফিজুল ইসলাম নামের ঐ শিক্ষক ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক। গতকাল সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
2 ঘন্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাকরাইল মোড়ে সড়কে অবস্থান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাকরাইল মোড়ে সড়কে অবস্থান
2025-05-15
আজ বৃহস্পতিবারও (১৫ মে) রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার এবং ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। গতকাল বুধবার (১৪ মে) দুপুর থেকে শুরু হওয়া কর্মসূচি রাতেও কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানের মাধ্যমে অব্যাহত থাকে। আজ সকাল থেকে নতুন করে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিচ্ছেন। ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হাসান জানান, সকালে ৩টি বাসে করে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিতে রওনা দিয়েছেন। ঢাকার বিভিন্ন স্থান থেকেও শিক্ষার্থীরা এসে একাত্মতা প্রকাশ করছেন। কাকরাইল মসজিদ মোড়ে সরজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা কেউ সড়কে শুয়ে, কেউ বসে স্লোগান দিচ্ছেন—‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘চুপ কেন যমুনা, খালি হাতে ফিরবো না’।