আর্কাইভ
লগইন
হোম
লিওনেল মেসি
দ্রুততম গোলের আরেক কীর্তিতে মেসি, রোনালদোকে ফেললেন পেছনে
মেসির বয়স ৩৮ পার হয়েছে। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও তার রেকর্ডের ক্ষুধা এতটুকু কমেনি। আজ ১৭ আগস্ট (রোববার) ভোরে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল আর অ্যাসিস্ট করেছেন মেসি। গোলটি তার ক্যারিয়ারের ৮৭৫তম। সবচেয়ে কম বয়সে এবং কম ম্যাচ খেলে গোলের এই মাইলফলকে পৌঁছেছেন লিওনেল মেসি। তার এই কীর্তি এসেছে ৩৮ বছর ৫৪ দিন বয়সে এবং ১১১৬ ম্যাচ খেলার মাধ্যমে। অন্যদিকে, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি রোনালদো যখনে ঐ মাইলফলক গড়েন, তখন তার ম্যাচসংখ্যা ১২০৬ এবং বয়স ছিল ৩৯ বছর ১২ দিন।
2025-08-17
গোল করে ইন্টার মিয়ামিকে বাঁচালেন লিওনেল মেসি
গোল করে ইন্টার মিয়ামিকে বাঁচালেন লিওনেল মেসি
2025-04-07
খেলা নিয়ে সংশয় ছিল লিওনেল মেসির। ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানোর খোলাশা করেও কিছু বলেননি। তবে মেজর লিগ সকারে (এমএলএস) টরেন্টের বিপক্ষে আর্জেন্টাইন সুপারস্টার ছিলেন শুরুর একাদশে, খেলেছেন পুরো সময়, গোল করেছেন, দলকে পয়েন্টও এনে দিয়েছেন। কনক্যা কাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে ১০ এপ্রিল মিয়ামির বাঁচা মরার লড়াই। গত সপ্তাহে প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের কাছে ১-০ গোলে হারে মিয়ামি। এবার সেই গোলের শোধ দিয়ে উঠতে হবে শেষ চারে। এমন কঠিন ম্যাচে মেসিকে ফিট রাখতে চাইছে মিয়ামি। তবে সোমবার (০৭ এপ্রিল) সকালেও এমএলএসের ম্যাচটি পুরো সময় খেলেছেন মেসি।