আর্কাইভ
লগইন
হোম
বেঞ্জামিন নেতানিয়াহু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, মোট মৃত্যু ৫৬,৩৩১
ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গতকাল শুক্রবার (২৭ জুন) ফিলিস্তিনের গাজায় নিহত হয়েছেন ৭২ জন এবং আহত হয়েছেন আরও ১৭৪ জন। এ দিন সন্ধ্যার পর এক বিবৃতিতে এসব তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিগত ২০২৩ সালের ০৭ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৬,৩৩১ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১,৩২,৬৩২ জন ফিলিস্তিনি। ২০২৩ সালের ০৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
3 দিন আগে
 ইসরায়েলি সংবাদমাধ্যমে ‘মার্চ ফর গাজা’র খবর প্রকাশিত
ইসরায়েলি সংবাদমাধ্যমে ‘মার্চ ফর গাজা’র খবর প্রকাশিত
2025-04-13
ঢাকার ‘মার্চ ফর গাজা’র খবর ইসরায়েলি সংবাদমাধ্যমে উঠে আসলো। জায়নবাদীদের মুখপাত্র হিসেবে পরিচিত ‘টাইসম অব ইসরায়েল’ অ্যাসোসিয়েট প্রেসের বরাতে ঢাকায় ইসরায়েল বিরোধী প্রতিবাদের খবর ছাপে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি উল্লেখ করে, গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় হাজার হাজার মানুষ প্রতিবাদে অংশ নিয়েছে। আনুমানিক এক লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন। বিক্ষোভকারীরা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগান দেন। ইসরায়েলকে সমর্থনের অভিযোগে অনেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পিটিয়ে প্রতিবাদ জানান।
গাজায় যুদ্ধ ও অবরোধ বাড়ানো হবে: বেঞ্জামিন নেতানিয়াহু
গাজায় যুদ্ধ ও অবরোধ বাড়ানো হবে: বেঞ্জামিন নেতানিয়াহু
2025-04-03
ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে, ইসরাইলি দখলদার সেনাবাহিনী গাজার মোরাগ করিডরের নিয়ন্ত্রণ নেবে। এটি ফিলাদেলফি করিডরের মতোই ইসরাইলের দখলে থাকবে। নেতানিয়াহু বলেন, ‘আমরা মোরাগ করিডরের নিয়ন্ত্রণ নিচ্ছি, যা একটি অতিরিক্ত ফিলাদেলফি করিডর হবে।’ ইসরাইলি সংবাদপত্র ইয়েদিয়োথ আহরোনোথ জানায়, তিনি এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন। তিনি আরও জানান, মঙ্গলবার (০১ এপ্রিল) রাতে সেনাবাহিনী মোরাগ করিডর দখলের চেষ্টা চালিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফাহর মধ্যে অবস্থিত এই করিডরের নামকরণ করা হয়েছে ২০০৫ সালে খালি করা একটি ইসরাইলি বসতির নামে। ফিলাদেলফি করিডর, যা গাজা ও মিশরের সীমান্ত বরাবর, ২০২৪ সালের মে মাস থেকে ইসরাইলের দখলে রয়েছে।