আর্কাইভ
লগইন
হোম
বিমান হামলা
ইসরাইলি হামলায় গাজায় শিশুসহ ২২ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় একের পর এক ইসরাইলি হামলায় আজ বৃহস্পতিবার (০৭আগস্ট) দিনভর শিশুসহ অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে ইসরাইলি বাহিনী গাজা সিটির উত্তর-পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায়। এতে ৩ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
2025-08-07
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৪৩ ফিলিস্তিনি
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৪৩ ফিলিস্তিনি
2025-05-03
ইসরায়েলি বিমান বাহিনীর টানা অভিযানে গাজা উপত্যকায় একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত: ৪৩ জন ফিলিস্তিনি। গত বৃহস্পতিবার (০১ মে) সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত; ৭৭ জন ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বিগত ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় পূর্ণমাত্রার অভিযান শুরু করে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। শুক্রবারের (০২ মে) সর্বশেষ হামলার পর থেকে এখন পর্যন্ত দেড় বছরে মোট ৫২,৪১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,১৮০৯১ জনে। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা প্রায় ৫৬ %।