আর্কাইভ
লগইন
হোম
বলিউড
শাহরুখের সঙ্গে প্রেম: গুঞ্জনের জবাবে প্রিয়াংকা
বলিউড বাদশাহ শাহরুখ খানের নাম প্রেমে জড়িয়েছে কেবল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার সঙ্গে। বলিউডে তাদের নিয়ে একটা সময় প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। বাদশাহর সঙ্গে ঘনিষ্ঠতায় ইতি হওয়ার পরেই হলিউড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়ে নিজের শক্ত ভিত তৈরি করেন 'দেশিগার্ল'। তবে পরে অভিনেতাকে সপাটে জবাব দিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। হলিউড যাওয়া প্রসঙ্গ নিয়ে শাহরুখকে খোঁচা দিয়েছিলেন অভিনেত্রী।
5 দিন আগে
টাবু বিবাহিত নাগার্জুনের জন্য ১০ বছর অপেক্ষায় ছিলেন
টাবু বিবাহিত নাগার্জুনের জন্য ১০ বছর অপেক্ষায় ছিলেন
2025-06-12
৯০-র দশকে গভীর প্রেমে ছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার নার্গাজুনা আক্কিনেনি ও বলিউড অভিনেত্রী টাবু। সেই সময়ে প্রেমের এমন টানে মুম্বাই ছেড়ে হায়দরাবাদ চলে যান অভিনেত্রী। প্রায় ১০ বছর সম্পর্কে ছিলেন তারা। সেই সময় বিবাহিত ছিলেন নার্গাজুনা। তার স্ত্রীর নাম অমলা আক্কিনেনি। টাবু চেয়েছিলেন নাগার্জুনা তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করুক। সে জন্য ১০ বছর অপেক্ষাও করেন অভিনেত্রী। তবে টাবু পরে বুঝতে পারেন, নাগার্জুনার পক্ষে বিবাহবিচ্ছেদ করা অসম্ভব। তাই সম্পর্ক ভেঙে মুম্বাই ফিরে আসেন টাবু। সম্পর্ক ভাঙলেও নাগার্জুনাকে মন থেকে মুছতে পারেননি অভিনেত্রী।
সোনাক্ষী মুখ খুলেছেন বলিউডে স্বজনপ্রীতি নিয়ে
সোনাক্ষী মুখ খুলেছেন বলিউডে স্বজনপ্রীতি নিয়ে
2025-06-11
ভারতের বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা গত ০২ জুন তার ৩৮তম জন্মদিন উদযাপন করছেন। দিনটিতে তিনি একটি বিশেষ বিষয়ের অবতারনা করেছেন। সেটি হচ্ছে বলিউড স্বজনপ্রীতি। জন্মদিন উপলক্ষ্যে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বজনপ্রীতি এবং তার ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি একটি অন্তহীন বিতর্কের বিষয়। অন্য সেলেব্রিটির মতো, সোনাক্ষী সিনহাও স্বজনপ্রীতি সম্পর্কে তার মতামত শেয়ার করেছেন। অভিনেত্রী পরোক্ষভাবে ‘স্বজনপ্রীতি’ শব্দটি চালু করার জন্য কঙ্গনা রানাউতকে কটাক্ষ করেছেন। অবশ্য আগেও তিনি এ বিষয়ে কথা বলেছেন একাধিকবার এবং তখনও তার টার্গেট ছিল কঙ্গনা রানাউত।