আর্কাইভ
লগইন
হোম
প্রেসিডেন্ট
প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ নিয়ে যা বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই টেলিফোন আলাপে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। খবর বিবিসির। গতকাল সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোন করেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং।
9 ঘন্টা আগে
পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানিয়ে বন্ধুত্বের বার্তা দিলেন
পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানিয়ে বন্ধুত্বের বার্তা দিলেন
2025-06-01
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ উপলক্ষ্যে লাহোরে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন ২ দেশের ক্রিকেটাররা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, যিনি দুই দেশের অতীত সম্পর্কের প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা দিয়েছেন। পাঞ্জাবের গভর্নর সরদার সালিম হায়দার লাহোরের গভর্নর হাউসে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি এবং দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। বাংলাদেশ ক্রিকেট দলকে সামনে রেখেই প্রেসিডেন্ট জারদারি বলেন, “ক্রিকেট শুধু খেলা নয়—এটি দুই জাতির মধ্যে সম্পর্ক গড়ার একটি সেতুবন্ধন।”
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
2025-05-31
প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। গতকাল শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের সিনিয়র নেতারা শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আসেন। পুষ্পমাল্য অর্পণের পর প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন নেতারা। পরে সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিলে অংশ নেন তারা।