আর্কাইভ
লগইন
হোম
জাপান
ইউটিউবে ভিউ বাড়াতে এসেছে নতুন ফিচার
কারো মন ভালো থাকুক কিংবা খারাপ তাতে কোনো সমস্যা নেই, যদি সঙ্গে থাকে একটি মোবাইল আর সাথে থাকে ইউটিউব। এটি এখন আপনার প্রতিদিনের নিত্যসঙ্গী। আর সে কারণে বিশ্বজুড়ে এর জনপ্রিয়তাও তুঙ্গে। আপনি মন খারাপ হলেই ঢুকে পড়েন ইউটিউবে। এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে যখন খুশি গান শুনতে পারেন, আবার যখন খুশি দেখতে পারেন সিনেমাও। এমনকি পড়ালেখার প্রয়োজনীয় টিউটোরিয়ালও অনায়াসে অধ্যবসায় করতে পারেন। আবার বিভিন্ন ধরনের গাছে ভালো ফলন কীভাবে আসবে সেই পরামর্শও পেতে পারেন।
12 মিনিট আগে
সাড়ে ৩ মিলিয়ন ডলার জাপানী সহায়তা রোহিঙ্গাদের জন্য
সাড়ে ৩ মিলিয়ন ডলার জাপানী সহায়তা রোহিঙ্গাদের জন্য
2025-04-28
বাংলাদেশের কক্সবাজার জেলা ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করার জন্য একটি বিস্তৃত পরিকল্পনার জন্য জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাঈদা শিনিচি এবং আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন। কক্সবাজার জেলা এবং ভাসানচরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায় এই প্রকল্প থেকে সহায়তা পাবে। এই প্রকল্পের আওতায় সুরক্ষা, আশ্রয়, খাদ্যবহির্ভূত পণ্য, এলপিজি বিতরণ, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি, পাশাপাশি ভাসানচরে শরণার্থীদের জন্য জীবিকানির্বাহ এবং কক্সবাজারে স্থানীয় সম্প্রদায়ের জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সুরক্ষা পরিষেবা দেওয়া হবে।
ব্যথার উন্নত চিকিৎসা নিশ্চিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ঢাকায়
ব্যথার উন্নত চিকিৎসা নিশ্চিতে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ঢাকায়
2025-04-15
ঢাকায় ব্যথার উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে ২৬তম পেইন কংগ্রেস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।  রাজধানীর একটি ৫ তারকা হোটেলে গত রোববার (১৩ এপ্রিল) আয়োজিত ঐ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের ৪ শতাধিক চিকিৎসক।  এই কংগ্রেসে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর, জাপান এবং আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আগত ১৪ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাকাল্টি ও ১৬ জন দেশি বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ১৪টি বেস্ট পেপার প্রেজেন্টেশন, ১২টি পোস্টার প্রেজেন্টেশন ও ৪টি কর্মশালা অনুষ্ঠিত হয়। যা দেশি-বিদেশি গবেষকদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক বিশ্লেষণের এক অনন্য সমাহার হয়ে উঠে।