আর্কাইভ
লগইন
হোম
গ্রেফতার
৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
ভারতের মনুমুখ ও উদয়পুর থেকে আটক হওয়া ৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক করে। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবি তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে।
4 দিন আগে
প্রবাসী বাংলাদেশির মামলায় দক্ষিণ আফ্রিকায় ১০ পুলিশ গ্রেফতার
প্রবাসী বাংলাদেশির মামলায় দক্ষিণ আফ্রিকায় ১০ পুলিশ গ্রেফতার
2025-08-05
এক বাংলাদেশি অভিবাসীর মামলায় দক্ষিণ আফ্রিকায় ১০ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। অর্থ চুরি ও মালামাল ক্রোকের মামলায় গত সোমবার (০৪ আগস্ট) তাদের গ্রেফতার করে পুলিশের বিশেষ শাখা ট্যাকটিক্যাল রেসপন্স টিম। মোহাম্মদ আলী নামে এক বাংলাদেশি পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলাটি করেন। জোহানেসবার্গের অদূরে ইডেনভিল শহরে তার একটি দোকান রয়েছে। গত জুনে মোহাম্মদ আলীর দোকানে ৪ জন পুলিশ ও ৬ জন মেট্রো পুলিশ আসে। ঐসময় তারা দোকান থেকে নগদ অর্থ ৩৫ হাজার রেন্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) এবং দেড় লাখ রেন্ডের সিগারেটসহ বিভিন্ন মূলবান মালামাল জব্দ করে। তবে জব্দকৃত মালামালগুলোর ক্যাশ মেমো ছিল ঐ বাংলাদেশি ব্যবসায়ীর কাছে।
লক্ষ্মীপুরে গণহত্যা: ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ
লক্ষ্মীপুরে গণহত্যা: ৩ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ
2025-07-28
জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ ৫ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্য মামলায় গ্রেফতার ৩ আসামিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। আসামিরা হলেন: লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। আজ সোমবার (২৮ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মন্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।