আর্কাইভ
লগইন
হোম
গ্রেফতার
বাবুই পাখির ছানা হত্যার প্রধান আসামি গ্রেফতার
ঝালকাঠি জেলার পূর্ব গুয়াটন এলাকায় শতাধিক বাবুই পাখির ছানা হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোবারক আলী ফকিরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার (২৯ জুন) সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন। তিনি জানান, বরিশাল রেঞ্জের ডিআইজি এবং ঝালকাঠি পুলিশ সুপারের নির্দেশে মাত্র ৩ ঘণ্টার অভিযানে প্রধান আসামিকে আটক করা সম্ভব হয়েছে।
1 দিন আগে
চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেলেন
চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেলেন
2025-04-30
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার (৩০ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মন্জুর করেন। গতবছর ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।ঐ সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গতবছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।