ছক্কা মেরে মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের
মানবজীবন অনিশ্চয়তায় ঘেরা। কখন কার জীবনের শেষ মুহূর্ত এসে যায়, কেউ জানে না। ঠিক যেমন জানতেন না হরজিত সিং। প্রতিদিনের মতো আজও ব্যাট হাতে মাঠে নেমেছিলেন ক্রিকেট খেলতে। হাসিমুখে ছক্কা মেরে উদযাপন করছিলেন। অথচ কে জানত, সেই ছক্কাই হয়ে উঠবে তার জীবনের শেষ স্মৃতি।
ভারতের পাঞ্জাবের ফিরোজপুরে ডিএভি স্কুল মাঠে স্থানীয় এক ম্যাচে অংশ নিচ্ছিলেন ৪২ বছর বয়সী হরজিত সিং। ব্যাট হাতে ভালো খেলে যাচ্ছিলেন। এক বল আগেই প্রতিপক্ষের বোলারকে ছক্কায় উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু পর মুহূর্তেই ঘটে গেল মর্মান্তিক দৃশ্য।