আর্কাইভ
লগইন
হোম
উপদেষ্টা
ব্যাগে পাওয়া ম্যাগাজিন: যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ম্যাগাজিন পাওয়া গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে। বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই অস্ত্রের লাইসেন্স করা আছে। যদিও ব্যাগে পাওয়ার বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত ছিল। গতকাল রোববার (২৯ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ যোগ দিতে আজ ভোরে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলে আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে স্ক্যানে ধরা পড়লে সেটি প্রটোকল অফিসারের কাছে দিয়ে আসি। বিষয়টি একদমই অনিচ্ছাকৃত ছিল।’ আসিফ মাহমুদ আরও লিখেছেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানে নেতৃত্বে দেওয়ায় পরে কয়েক দফা হত্যাচেষ্টা হয়েছে। তাই নিরাপত্তার কারণে অস্ত্র রাখা স্বাভাবিক। সরকারি প্রটোকল বা নিরাপত্তা না থাকলে নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্সড অস্ত্র রাখতে হয়।’ তিনি বলেন, ‘শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব ভাই? যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু নেই। তবে অনেকের জন্য এটা আলোচনা করার বিষয় বটে।’
1 দিন আগে
বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী ছাড়া পেয়ে যা জানালেন
বোতল ছুড়ে মারা সেই শিক্ষার্থী ছাড়া পেয়ে যা জানালেন
2025-05-17
‘ডিবি কার্যালয়ে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে আমাকে’- ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার পর গত রাতে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সেই আলোচিত ইশতিয়াক হোসাইন। গতকাল শুক্রবার (১৬ মে) তিনি সাংবাদিকদের কাছে এমন দাবি করেন। ইশতিয়াক জানান, ‘আমাকে বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টায় আমার বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আমার বাসায় জানানো হয় আজকে দুপুর ২টায়। আমি পুরো সময়টা অজ্ঞাত ছিলাম। ডিবি কার্যালয়ে আমাকে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়। বিভিন্ন রকম প্রশ্ন করে অনেকরাত পর্যন্ত আমাকে সজাগ রাখা হয়। আমাকে ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টা করা হয়েছিল।’ ইশতিয়াক আরও বলেন, ‘আমাকে অনেক নাম্বার থেকে কল করে হুমকি দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে যে, আমার ওপর মব আক্রমণ চালাবে, বাসা থেকে বের হলে আমার ক্ষতি করবে। আমি আতঙ্কিত ছিলাম এবং এখনো কিছুটা আতঙ্কিত।’