আপনার ফোনে কেউ নজরদারি করছে কিনা, বুঝবেন কীভাবে?
বর্তমানে ডিজিটাল মাধ্যমে সাইবার প্রতারণা এতটাই বেড়ে গেছে যে, ম্যালওয়্যার নিয়ে বারবারই সতর্ক করছে জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ। কেউ আপনার ফোনে গোপনে নজরদারি চালাচ্ছে কিনা, তা জানতেও পারছেন না। গুগল প্লে স্টোর থেকে নানা রকম অ্যাপ ইনস্টল করা হয়। এরমধ্যেই এমন কিছু অ্যাপ থাকে, যা ম্যালওয়্যার ইনস্টল করে রাখেন প্রতারকরা। আপনার অজান্তেই সেসব অ্যাপের মাধ্যমে ভুয়া সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল হয়ে যেতে পারে। আর যদি একবার হয়, তবে আপনার ব্যক্তিগত সব তথ্য নিমেষেই চলে যেতে পারে হ্যাকারদের কাছে।