সাতক্ষীরায় সৌদি খেজুরের চারা উৎপাদনে সাফল্য, নতুন সম্ভাবনার হাতছানি!
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নরহরকাটি গ্রামে সৌদি আরবের আযুয়া, মরিয়ম, বারহী, আমবার, মেগজুল, ছড়া, দারাজ, ছাগাই, ফরিদা, জাহিদ ও মাবরুম জাতের খেজুরের চারা তৈরিতে সফল হয়েছেন কৃষক শোকর আলী। নিজ বাড়ির আঙিনায় ১৫ শতক জমিতে উন্নতজাতের খেজুরের চারার নার্সারি গড়ে তুলেছেন তিনি। তার নার্সারিতে এখন শোভা পাচ্ছে ১৫-২০ হাজার খেজুরের চারা। গাছে ঝুলছে থোকায় থোকায় খেজুর। যা উপকূলীয় কৃষিতে হাতছানি দিচ্ছে নতুন সম্ভাবনার।