আর্কাইভ
লগইন
হোম
আহত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪টি গাড়ির সংঘর্ষ, ২৫ জন আহত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে একে একে ৪টি পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার (৩০ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকাগামী লেনে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও ৩টি বাস পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে। ঐসব বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তাদের দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদিকে ঢাকাগামী লেনে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
6 ঘন্টা আগে
জার্মানিতে ট্রেন দুর্ঘটনা: নিহত ৩, অর্ধশত আহত
জার্মানিতে ট্রেন দুর্ঘটনা: নিহত ৩, অর্ধশত আহত
2025-07-28
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় অন্তত ৩ জন নিহত ও অর্ধ-শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বাডেন-ভুর্টেমবার্গ রাজ্যের রিডলিনজেন শহরের কাছে একটি বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল মিউনিখ শহর থেকে প্রায় ১৫৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। জেলা ফায়ার সার্ভিসের প্রধান শার্লট জিলার সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে রয়েছেন ট্রেনের চালক ও জার্মানির রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা ডয়চে বানের একজন কর্মী। এই ঘটনায় ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।