আর্কাইভ
লগইন
হোম
দ্বিপক্ষীয় বৈঠক
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর অফিসে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার প্রদান
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার অফিসে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কুয়ালালামপুরের পুত্রজায়ায় আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে আনোয়ার ইব্রাহিম তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান। সেখানে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান শেষে আনোয়ার ইব্রাহিম তার মন্ত্রিসভার সদস্যদের মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ড. মুহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
2025-08-12