‘নির্বাচনী রোড ম্যাপ ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না’: ওয়ার্কার্স পার্টি
পরিপূর্ণ নির্বাচনী রোড ম্যাপ দ্রুত ঘোষিত না হলে লন্ডন বৈঠক কোনো অর্থবহন করবে না বলে উল্লেখ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। গতকাল শনিবার (১৪ জুন) ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক পরবর্তী বিবৃতির প্রতিক্রিয়ায় এ কথা বলা হয়।
এতে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান লন্ডনে দুই নেতার বৈঠকের পর যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতে আগামী জাতীয় সংসদের নির্বাচনের সময়টি কখন নিশ্চিত হয়েছে তা পরিষ্কার নয়। কারণ যৌথ বিবৃতিতে যে শর্ত বিবৃত হয়েছে তাতে ‘সংশয়ের দোলাচল’ থেকে যাচ্ছে।