‘সাংস্কৃতিক অঙ্গন এখন অভিভাবক শূন্য’: বিউটি
লালনকন্যা খ্যাত গায়িকা নাসরিন আক্তার বিউটি ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা দিয়ে পেশাদারি গানের জগতে পা রাখেন। এরপর থেকে নিয়মিত নতুন গান ও স্টেজে ব্যস্ত সময় পার করছেন। নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গ উঠতেই বিউটি বলেন, সম্প্রতি আমার কয়েকটি গান প্রকাশ হয়েছে। গানগুলো হলো- ‘যখন তোমায় মনে পড়ে’, ‘শুনতে পাও’, ‘যে আগুনে পোড়া এ মন’, ‘কষ্ট’সহ আরও কিছু গান। বর্তমানে আপনাকে স্টেজে কম দেখা যাচ্ছে কেন? বিউটি বলেন, দেশের এই পরিস্থিতিতে স্টেজ শো করাটা নিরাপদ মনে হয় না। মাঝে-মধ্যে ইনডোর শো করছি। চ্যানেলগুলোতে গাইছি। লালনের ১০০ গান নিয়ে একটি চ্যানেল করার কথা ছিল। সেই কাজ কতোদূর? তিনি বলেন, ‘লালনকন্যা’ নামে একটি চ্যানেলের পরিকল্পনা আছে। ১০টি গানের কাজ শেষ করেছি। মিউজিক ভিডিও করা বাকি।