জয়া আহসান মা হওয়ার পরিকল্পনা করছেন
অভিনেত্রী জয়া আহসান সন্তান দত্তক নিতে ইচ্ছুক। দত্তক গ্রহণের চেষ্টায় অনেকটাই এগিয়েছেন- এমনটা তিনি নিজেই জানালেন। বর্তমানে ‘ডিয়ার মা’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত জয়া। এই ছবিতেও উঠে এসেছে সেই প্রশ্ন। ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়েই জয়া জানান, বাস্তবে তিনিও মা হতে চান। তবে সন্তান ধারণ করে নন, বরং দত্তক নিয়ে। জয়া বলেন, আমি সন্তান দত্তক নেয়ায় বিশ্বাসী। আমি নিজে চেষ্টাও করেছিলাম। ইচ্ছা ছিল যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে কোনো শিশুকে দত্তক নেবো।