আর্কাইভ
লগইন
হোম
সফর
ফেডারেল সরকার ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি
মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী ড. জাম্ব্রি আবদ কাদির কেদাহ রাজ্যের এক্সকো সদস্যের দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ফেডারেল সরকার ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি। এক বিবৃতিতে ড. জাম্ব্রি বলেন, কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ড. হাইম হিলমান আবদুল্লাহকে এ ধরনের দাবি করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত। অভিযোগে বলা হয়েছে, ড. জাম্ব্রিকে বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় কাজের সুযোগ দেওয়ার জন্য "গ্র্যাজুয়েট পাস" অনুমোদনের সঙ্গে যুক্ত করা হয়েছে। তবে উচ্চশিক্ষা মন্ত্রী এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভুল আখ্যা দিয়ে বলেন, হাইমের এই দাবি যে জনগণ এ কারণে অস্বস্তিতে রয়েছে, তা অত্যন্ত "দায়িত্বজ্ঞানহীন" মন্তব্য।
2025-08-23
প্রধান উপদেষ্টা টোকিওতে নিক্কি ফোরামে বক্তব্য দিয়েছেন
প্রধান উপদেষ্টা টোকিওতে নিক্কি ফোরামে বক্তব্য দিয়েছেন
2025-05-29
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপানের টোকিওতে নিক্কি ফোরাম ‘ফিউচার অব এশিয়া’তে তার বক্তব্য দিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। ৩০তম নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ‘অসহিষ্ণু বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখেন। প্রধান উপদেষ্টা বক্তব্যে আরও টেকসই এবং ন্যায়সংগত ভবিষ্যৎ গঠনে এশিয়ার দেশসমূহের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত পদক্ষেপের ওপর জোর দেন। ৪ দিনের সরকারি সফরে জাপান গেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টা টোকিও পৌঁছান।
প্রধান উপদেষ্টা জাপান পৌঁছেছেন
প্রধান উপদেষ্টা জাপান পৌঁছেছেন
2025-05-28
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৪ দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন। তাকে বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছায়। এর পূর্বে এই ফ্লাইট গতকাল মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ভোরে ফ্লাইটটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে। সেখানে দেশটির শ্রমমন্ত্রী ক্রিস সান স্বাগত জানান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে। এরপর আবার টোকিওর উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।