চ্যাটজিপিটির ডায়েট প্ল্যান মেনে অসুস্থ হয়ে বৃদ্ধ হাসপাতালে
৬০ বছর বয়সি এক বৃদ্ধ চ্যাটজিপিটির কাছ থেকে ডায়েট প্ল্যান নিয়েছিলেন। কিন্তু সেই পরামর্শ মানার পর অবশেষে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে নিউইয়র্কের বাসিন্দা ঐ ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর নিউইয়র্ক পোস্টের।
প্রতিবেদনে বলা হয়েছে, ঐ ব্যক্তি নিজের কোনো ধরনের মেডিক্যাল ইতিহাস উল্লেখ না করেই চ্যাটজিপিটির কাছে ডায়েট প্ল্যান চেয়েছিলেন। তিনি খাবারের লবন বা সোডিয়াম ক্লোরাইডের ক্ষতিকর প্রভাব নিয়ে পড়াশোনা করে সেটি খাদ্যতালিকা থেকে বাদ দিতে চ্যাটজিপিটির পরামর্শ চান। এসময় এআই চ্যাটবট তাকে বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড ব্যবহারের পরামর্শ দেয়।