আর্কাইভ
লগইন
হোম
বিসিবি
সিলেটে ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস খেলা
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সিলেটে শুরু হচ্ছে। দর্শকদের জন্য রয়েছে চমকপ্রদ সুখবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এই সিরিজে টিকিটের দাম আগের তুলনায় অর্ধেক করা হয়েছে। মাত্র ১৫০ টাকায় মাঠে বসে খেলা উপভোগ করা যাবে। আগামী ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। দর্শকরা টিকিট কিনতে পারবেন বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট https://gobcbticket.com.bd থেকে।
3 দিন আগে
সাবেক নির্বাচক হান্নান নতুন ভূমিকায় বিসিবিতে
সাবেক নির্বাচক হান্নান নতুন ভূমিকায় বিসিবিতে
2025-06-16
হান্নান সরকার জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়ে কোচিংয়ে মন দিয়েছেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর দায়িত্ব নিয়ে সাধারণ মানের একটি দল বানিয়েও চ্যাম্পিয়ন হয়েছেন। এতে ক্লাব বা ঘরোয়া ক্রিকেটে তার চাহিদা বেড়ে যায় রাতারাতি। তাই আবার সাবেক ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হলেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসাবে যোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় হান্নান নিজেই জানিয়েছেন এ খবর। গত ফেব্রুয়ারিতে নির্বাচকের পদ ছাড়েন হান্নান সরকার। কোচিংয়ের চ্যালেঞ্জিং পেশায় অল্প কয়েকদিনই নিজেকে প্রমাণ করেছেন। আবাহনীকে শিরোপা জিতিয়ে পরের মৌসুমের জন্য লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন হান্নান সরকার।
বিসিবি থেকে ফারুক পদত্যাগ করতে পারেন, দায়িত্ব নিতে প্রস্তুত আমিনুল
বিসিবি থেকে ফারুক পদত্যাগ করতে পারেন, দায়িত্ব নিতে প্রস্তুত আমিনুল
2025-05-29
বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবিপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে এখন জোরাল গুঞ্জন পদত্যাগের করতে যাচ্ছেন তিনি। তার জায়গায় বিসিবির নতুন প্রধান হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম। বিশ্বস্ত সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৮ মে) রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে গিয়েছিলেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ। ক্রীড়া উপদেষ্টা আলোচনায় ফারুককে বার্তা দিয়েছেন, তিনি বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চাচ্ছেন। যদিও কেন পরিবর্তন আনতে চাচ্ছেন, সে ব্যাখ্যা দেওয়া হয়নি ফারুককে।