অমিতাভের প্রথম প্রেম জয়া নয়, ছিল অন্য কোনো এক নারী
সেই ১৯৭১ সালের ‘গুড্ডি’ সিনেমার সেটে প্রথম পরিচয়, পরে প্রেম এবং শেষে সাতপাকে বাঁধা পড়েন বলিউড শাহেনশাহ অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জয়া বচ্চন। এর মধ্যে তাদের দাম্পত্য জীবন ৫০ বছর পেরিয়ে গেছে। তবে অমিতাভের জীবনে জয়াই প্রথম প্রেম ছিল না। ঘটনা মোড় নেয় প্রথম সিনেমা ‘সাত হিন্দুস্তানি’ শুটিংয়ের পর। এই সিনেমাটি ১৯৬৯ সালে মুক্তি পায়। অমিতাভ বচ্চন অভিনেত্রী জয়াকে বিয়ে করেন ১৯৭৩ সালে। মাঝখানে অভিনেতার জীবনে আসে এক অপরূপ মায়া।