আর্কাইভ
লগইন
হোম
ফিলিস্তিনি
ইসরায়েলের হামলায় গাজার একটি ক্যাফেতে নিহত ২০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পশ্চিমাঞ্চলে সাগর তীরবর্তী জনপ্রিয় একটি ক্যাফেতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। গতকাল সোমবারের (৩০ জুন) এ হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন। গাজার হামাস-শাসিত সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, উপকূলবর্তী আল-বাকা ক্যাফেটেরিয়া থেকে এখন পর্যন্ত ২০টি মরদেহ এবং বহু আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ক্যাফেটি ছিল উন্মুক্ত স্থানে, যেখানে সমুদ্রের ধারে তাঁবু টানিয়ে বসার ব্যবস্থা ছিল। তিনি আরও জানান, বিস্ফোরণে গভীর গর্ত হয়েছে।
12 ঘন্টা আগে
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি
2025-06-15
ইরানের পাশাপাশি গতকাল শনিবার (১৪ জুন) রাতভর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে । প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার (১৪ জুন) ইরানজুড়ে দ্বিতীয় দিনের মতো বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে বোমা হামলা চালায় ইসরাইল। এই হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগে। জবাবে রাতে ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই গতকাল শনিবার রাতে ইসরাইলে হামলা চালায় ইয়েমেনের হুতিরা। এটা গত এক সপ্তাহের মধ্যে তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।
ম্যাক্রোঁর হুঁশিয়ারি: গাজার সংকট নিরসন প্রশ্নে ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞার
ম্যাক্রোঁর হুঁশিয়ারি: গাজার সংকট নিরসন প্রশ্নে ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞার
2025-05-31
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজার মানবিক সংকটে সাড়া না দিলে ইসরায়েলিদের বিরুদ্ধে অবরোধ বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তার দেশ। খবর আল জাজিরার। গতকাল শুক্রবার (৩০ মে) সিঙ্গাপুর সফরকালে তিনি বলেন, গাজায় ফিলিস্তিনিরা যখন ক্রমবর্ধমান খাদ্য সংকটে ভুগছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় নির্লিপ্ত থাকতে পারে না। ম্যাক্রোঁর এই মন্তব্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াল। ইসরায়েল প্রায় ৩ মাস ধরে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় অবরোধ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় বিভিন্ন ত্রাণ সংস্থা দুর্ভিক্ষের আশঙ্কা জানিয়ে সতর্ক করে আসছে।