আর্কাইভ
লগইন
হোম
এইচএসসি পরীক্ষা
সিজারে সন্তানপ্রসব, হাসপাতালেই এইচএসসি পরীক্ষায় ইশা
শরীয়তপুর জেলা সদরে সিজারের মাধ্যমে কন্যাসন্তান জন্ম দেওয়ার মাত্র দুই দিন পর হাসপাতালের বিছানায় বসে এইচএসসি পরীক্ষা দিয়েছেন কলেজছাত্রী ইশা আলম (১৮)। যারা বিষয়টি জেনেছেন, বলছেন, এটি তার অদম্য মানসিক শক্তি ও অসাধারণ দৃষ্টান্ত। গতকাল রোববার (২৯ জুন) সকাল ১০টা। শরীয়তপুর সদর উপজেলার নিপুণ ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের এক কেবিনে হাসপাতালের বিছানায় শুয়ে বসেই বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন ইশা। পরীক্ষাটি চলে দুপুর ১টা পর্যন্ত। এর মাত্র দুই দিন আগেই, গত শুক্রবার (২৭ জুন) রাতে তিনি সিজারিয়ানের মাধ্যমে জন্ম দেন একটি ফুটফুটে কন্যাসন্তান। আর তার আগের দিন বৃহস্পতিবার (২৬ জুন) দিয়েছিলেন বাংলা প্রথম পত্র পরীক্ষা। এইচএসসি পরীক্ষার্থী ইশা বলেন, আমি আইন পড়তে চাই, বিচারক হয়ে নিপীড়িত নারীদের পাশে দাঁড়াতে চাই। সন্তান জন্মের পরও পরীক্ষা দিতে পেরে আমি আনন্দিত। আল্লাহ, আমার শিক্ষক, পরিবার, সহপাঠী আর চিকিৎসকদের প্রতি আমি কৃতজ্ঞ।
1 দিন আগে