ফিলিস্তিনের গাজায় অনাহারে প্রাণহানি ২১২, মাথায় ত্রাণ পড়ে কিশোর নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান থেকে হচ্ছিল ত্রাণ। এই সময় ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে জাকারিয়া ঈদ নামে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের প্রাণ গেছে। খবর আল জাজিরার।
ঈদের ভাই বলেন, অনাহারে আমার ভাই ত্রাণ নিতে গিয়েছিল। ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে তার প্রাণ গেছে। গাজায় অবরোধের কারণে ক্রসিংয়ের মাধ্যমে ত্রাণ প্রবেশ করতে পারছে না। এখন বিমান থেকে ত্রাণ ফেলা হচ্ছে, এতে আমাদের শিশুদের প্রাণ যাচ্ছে।
জাতিসংঘ বারবার সতর্ক করে বলেছে, বিমান থেকে সাহায্য ফেলা বিপজ্জনক ও অকার্যকর। তারা ইসরায়েলকে স্থলপথে ত্রাণ প্রবেশের অনুমতি দিতে বলেছে।