আর্কাইভ
লগইন
হোম
রাজনৈতিক নেতা
ফ্রান্সে স্বস্তির খবর পেল অনিয়মিত বাংলাদেশি অভিবাসীরা
গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল দীর্ঘমেয়াদি অভিবাসী আটক রাখার আইন বাতিল করেছে। এর পূর্বে ঐ আইন অনুসারে, যারা গুরুতর অপরাধে দণ্ডিত বা ‘বিশেষভাবে বিপজ্জনক’ তাদের ৯০ দিনের বদলে ২১০ দিন (সাড়ে ৭ মাস) পর্যন্ত আটক রাখার সুযোগ থাকত। কিন্তু সাংবিধানিক আদালত এই বিধানকে সংবিধানের পরিপন্থী ঘোষণা করেছে এবং জানিয়েছে, কাউকে এত দীর্ঘ সময় আটক রাখা যাবে না। তাই আটকের সর্বোচ্চ সময়সীমা ৯০ দিনেই সীমাবদ্ধ থাকবে। ফ্রান্সে প্রায় ১ লাখ বাংলাদেশি বসবাস করেন, যাদের মধ্যে অনেকেই অনিয়মিত অবস্থায় রয়েছেন। দীর্ঘমেয়াদি আটক বাড়ানোর প্রস্তাবের ফলে কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছিল। তবে এই আইনের বাতিলের পর তারা এখন কিছুটা স্বস্তিতে রয়েছে। গত ২০২৪ সালে ফ্রান্সে প্রায় ৪০ হাজার অভিবাসী প্রশাসনিক আটক কেন্দ্রে ছিল। দীর্ঘমেয়াদি আটক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বিতর্কিত বিষয়। সাংবিধানিক কাউন্সিলের রায়ে স্পষ্ট বলা হয়েছে, কাউকে এমনভাবে আটক রাখা যাবে না যা তার ব্যক্তিগত স্বাধীনতা ও মর্যাদাহরণ করে।
3 ঘন্টা আগে