আমেরিকার টেক্সাসে বন্যায় মৃত্যু বেড়ে ৪৩
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পের থাকা বেশ কয়েকজন শিশু।
স্থানীয় সময় শুক্রবার (০৪ জুলাই) রাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে গুয়াদালুপ নদীর পানি প্রায় ৯ মিটার (২৯ ফুট) বেড়ে যায়। গ্রীষ্মকালীন ওই ক্যাম্পটি নদীর পাশেই ছিল। ঐ ক্যাম্পে অবস্থান করছিল ৭৫০ জন শিশু।
গতকাল শনিবার (০৫ জুলাই) কের কাউন্টির পুলিশ কর্মকর্তা ল্যারি লেইথা সাংবাদিকদের জানান, বন্যায় নিহত ৪৩ জনের মধ্যে ১৫ জনই শিশু। গতকাল শনিবার (০৫ জুলাই) সকালে বন্যার পানি কমায় ওই অঞ্চল থেকে প্রায় ৮০০ জনকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। কের কাউন্টির পাশের শহর কারভিলের নগর ব্যবস্থাপক ডালটন রাইস জানান, ক্যাম্পের ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।