যুক্তরাষ্ট্র-কানাডার ও ইউরোপের ৬০ সিনেমা হলে ‘তাণ্ডব’ চলবে
মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। এবারের ঈদে দেশের সিনেমাহলে মুক্তি পাওয়া ৬ সিনেমার মধ্যে ব্যবসা এবং আলোচনা–দুই দিক দিয়েই এগিয়ে ‘তাণ্ডব’। তাই এবার দেশের গণ্ডি ছাড়িয়ে মধ্যে শাকিব খানের ‘তাণ্ডব’ মুক্তি পেতে চলেছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের ৬০টিরও বেশি হলে।
ঐসব দেশগুলোতে সিনেমাটির ওভারসিজ রিলিজের দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ ও রুবনা রশীদ খান জানান ইউরোপ, আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তির ক্ষেত্রে প্রথম সপ্তাহে মোট ৬০টি সিনেমা হলে মুক্তির প্রস্তুতি চলছে।