কাপ্তাই বাঁধের জলকপাট ৭ দিন পর বন্ধ করা হলো
বেশিরভাগ বৃষ্টিপাত কমায় কাপ্তাই হ্রদের পানি নিয়ন্ত্রণে এসেছে। এজন্য ৭ দিন পর কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ করেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
আগামিকাল বুধবার (১২ আগস্ট) সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
এই প্রকৌশলী আরও বলেন, কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রভাহিত না হওয়ায় বুধবার সকাল ৮টায় পানি ছাড়া বন্ধ করা হয়।