বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চায় ৮৬% শিক্ষার্থী
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত গণভোটে ৮৬% শিক্ষার্থী সরাসরি ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। এছাড়া ছাত্র সংসদের বিপক্ষে ভোট দিয়েছেন ১১.৫% শিক্ষার্থী।
৪ দিনব্যাপী গণভোট গ্রহণ শেষে গতকাল বুধবার (৩০ জুলাই) বিকেলে ববির গ্রাউন্ড ফ্লোরে এই ফলাফল করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতারা। গণভোটে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১,১৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে বাতিল হয়েছে মোট ভোটের ২.৫ ভাগ, যা সংখ্যায় ২৬টি।
এর পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা।