যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গুলিতে বাংলাদেশি অভিবাসীসহ নিহত ৪
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারী এবং এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভুত বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, মিডটাউনে হামলায় ৫ জন গুলিবিদ্ধ হন যাদের মধ্যে ৪ জন মারা গেছেন। এই ঘটনায় নিহত পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী বলেও জানানো হয়।