ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যায় ৩ জনের যাবজ্জীবন
ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এই রায় দেন।
এই রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- (১) তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, (২) মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল ও (৩) রাসেল চৌধুরী ওরফে চাক্কী রাসেল। এ ছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।