আলোচিত ব্লগার অভিজিৎ হত্যা মামলায় ফারাবীর জামিন বহাল
আলোচিত ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
ঐ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে গতকাল রোববার (১০ আগস্ট) ‘নো অর্ডার’ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ। ফারাবীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, সঙ্গে ছিলেন আইনজীবী মোহিনুর রহমান ও ওমর ফারুক। আইনজীবীদের ভাষ্য, এই মামলায় ফারাবী ১৬৪ ধারায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া অপর ৪ আসামির কেউই ফারাবীর নাম উল্লেখ করেননি। ফারাবী প্ররোচনা দিয়েছেন-কোনো সাক্ষী তা বলেননি।