রাজধানীর গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ-গাড়িসহ গ্রেফতার ২ জন
ঢাকার গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানা। গত শুক্রবার (০৮ আগস্ট) দিনগত রাত ৪টায় গুলশান-২ এর ১১১ নম্বর সড়কে অভিযান পরিচালনা করে এসব বিদেশি মদ ও গাড়িসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন- আব্দুল কুদ্দুস আলী (২৮) ও জাহিদ বালি ওরফে অপু (৪০)। গতকাল শনিবার (০৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।